×

খেলা

চার সপ্তাহ মাঠের বাইরে ম্যাথিউজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ পিএম

চার সপ্তাহ মাঠের বাইরে ম্যাথিউজ
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম দিনে মাত্র ১৪ বলেই নিজেদের শেষ তিন উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। ম্যাচে পরাজয়ের পর তাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দলের অন্যতম ভরসার পাত্র অ্যাঞ্জেলো ম্যাথিউজের ইনজুরি। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২-এর ইনজুরি ধরা পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলা হচ্ছে না ম্যাথিউজের। ক্রাইস্টচার্চ টেস্ট শেষে এ তথ্য জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ২২ রান নিয়ে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যাথিউজ। সেদিন কিংবা ম্যাচের শেষ দিন ম্যাথিউজ আর নামতে পারেননি। ম্যাথিউজের ইনজুরির ব্যাপারে চান্দিমাল বলেন, গত রাতে ম্যাথিউজের পায়ে স্ক্যান করানো হয়েছে। সেখানে ২ গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরি পাওয়া গেছে। ফিজিও জানিয়েছেন অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App