×

জাতীয়

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ পিএম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
দেশজুড়ে রবিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন সব কেন্দ্রে চলছে ভোট গণনা। এর আগে সকাল ৮টায় সারাদেশে সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশে বিছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো ভোট গ্রহণ। দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোট বর্জন করেছেন। দেশের বিভিন্ন জেলায় ভোট গ্রহণের আগের রাত থেকে ভোট চলাকালীন নির্বাচনী সংঘর্ষে ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। ঢাকায় ভোট গ্রহণের সময় সংঘর্ষ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু্ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমিও শুনেছি। নির্বাচন শেষ হলে এটা অংশগ্রহণমূলক হয়েছে কি না তা বলা যাবে। দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তারা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে বলা আছে। পরে এসব কেন্দ্রে আবারও ভোট হবে। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদের বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App