×

জাতীয়

নড়াইল টেকনিক্যাল স্কুলে ভোট দিলেন মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:২০ পিএম

নড়াইল টেকনিক্যাল স্কুলে ভোট দিলেন মাশরাফি
নড়াইল-২ আসনের মহাজোটের প্রার্থী ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল শহরের টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন। একই কেন্দ্রে তার স্ত্রী সুমনা হক সুমিও ভোটাধিকার প্রয়োগ করেছেন। মাশরাফি বিন মর্তুজা বেলা ১ টার দিকে তার স্ত্রী সুমিকে সাথে নিয়ে ভোট দেন। ভোট দেয়ার পর মাশরাফি তার গ্রামের বাড়ি মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে নিবার্চনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন । এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি নড়াইল -লোহাগড়ার বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি, কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, উৎসব মুখর পরিবেশে সকলে ভোট দিচ্ছেন। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কোথও ভোট কারচুপির কোন ঘটনাই ঘটেনি। দিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১১ টায় ভোট দেন। তিনি ভোট প্রদান শেষে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অধিকাংশ ভোট কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে । তবে তিনি সুনির্দিষ্টভাবে কোন কেন্দ্র থেকে এজেন্টেদের বের করে দেয়া হয়েছে সে কেন্দ্রের নাম বা এজেন্টের নাম উল্লেখ করেন নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App