×

জাতীয়

খুলনায়-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম পরওয়ারের নির্বাচন বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ পিএম

খুলনায়-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম পরওয়ারের নির্বাচন বর্জন
জাল ভোট প্রদান, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া ও বেশ কিছু নেতা-কর্মীদের পিটিয়ে আহত করার অভিযোগ এনে খুলনা-৫ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন বর্জন করেছেন। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটগ্রহণের এক ঘণ্টার মধ্যে আমার আসনের সব ভোট কেন্দ্রের ভোট কক্ষের দরজা বন্ধ করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে শত শত ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু নেতা-কর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়গুলো জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অভিযোগ করে তিনি বলেন, যে কারণে এ প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ডুমুরিয়া-ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (ধানের শীষ) ছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (ধানের শীষ), সিপিবির চিত্তরঞ্জন গোলদার (কাস্তে), ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির শহীদ আলম (লাঙ্গল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App