×

জাতীয়

খুলনায় ২ জাপা সহ ঐক্য ফ্রন্টের ৫ প্রার্থীর নির্বাচন বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

খুলনায় ২ জাপা সহ ঐক্য ফ্রন্টের ৫ প্রার্থীর নির্বাচন বর্জন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে শান্তিপূর্ন ভাবে আজ সকাল থেকে ৭৮৬টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে । দুপুর ৩টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। খুলনা রির্টানিং অফিসার জানান, ভোট কেন্দ্রে সকল ধরনের নাশকতা এড়াতে সর্বচ্চ সতর্কতায় রয়েছে আইন শৃংখলা বাহিনী । নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর ১৬ হাজার ৩শ ৭০জন সদস্য দায়িত্ব পালন করছে। এর পাশাপশি র‌্যাব , বিজিবি ও সেনাবাহিনী প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে। আইন শৃংখলা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট । এ দিকে অনিয়ম,এজেন্টদের মারপিট ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে খুলনা ১ আসনের বিএনপি প্রার্থী আমীর এজাজ খান, জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায়, ৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল, ৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ,৫ আসনের বিএনপি প্রার্থী জামাত নোত মিয়া গোলাম পরওয়ার ও খুলনা ৬ আসনের জাতীয় পার্টি শফিকুল ইসলাম মধু ও বিএনপি প্রার্থী কারাবন্দী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড লিয়াকত আলী নির্বাচন বর্জন করেছে। খুলনা ৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম দুপুর ১টায় তার বসবভনে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন , বিএনপি নেতা কর্মীদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি । আমার এজেন্টদের পুলিশের সহযোগীতায় মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App