×

অর্থনীতি

৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অর্থনৈতিক অঞ্চলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ পিএম

৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অর্থনৈতিক অঞ্চলে
চলতি (২০১৮-১৯) অর্থবছরে অর্থনৈতিক অঞ্চলে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বা ৪৭ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রস্তাব এসেছে, যা অন্যান্য নির্বাচনী বছরের চেয়ে বেশি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে এসব তথ্য জানা গেছে। বেজা সূত্র জানিয়েছে, এবার বছরজুড়ে সরকারি তিন অর্থনৈতিক অঞ্চলে ১০ বিদেশি কোম্পানি ৪৩ হাজার ৫৬৫ কোটি টাকা বিনিয়োগে বেজার সঙ্গে চুক্তি করেছে। এ ছাড়া সংস্থাটিতে আরো ১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বেশি বিনিয়োগের চুক্তি হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরীতে। এই নগরীতে বিদেশি চুক্তি হয়েছে ২৪ হাজার কোটি টাকার। এর মধ্যে বড় বিনিয়োগ প্রস্তাব করেছে চীনা ব্যবসায়িক গোষ্ঠী ঝেজিয়াং জিনজুন হোল্ডিং গ্রæপ। এই প্রতিষ্ঠান ২৫৩ কোটি ডলার বা ২১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই ইজেডে জাপানের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্ট কোম্পানি ফেব্রিকেটে স্টিল তৈরিতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যুক্তরাজ্যের ইউরো এশিয়া ফুড প্রোসেসিং ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। অস্ট্রেলিয়ান কোম্পানি ফাওয়ান এলপিজিতে ২২০ কোটি টাকা ও ভারতীয় কোম্পানি এশিয়ান পেইন্টস রং তৈরিতে ২২০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে। এ ছাড়া বার্জার পেইন্ট স্টেইনলেস স্টিল তৈরিতে শত কোটি টাকার বেশি এবং নেদারল্যান্ডসের একটি কোম্পানি বস্ত্র খাতে শত কোটি টাকা বিনিয়োগ করবে। এরপর সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে। সেখানে প্রায় ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় দুই কোম্পানি। কোরিয়ান কোম্পানি সুপার পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স ২০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের জন্য চুক্তি করেছে। এ ছাড়া থাই কোম্পানি প্যাসিফিক গ্যাস এলপিজিতে ৮৪০ কোটি টাকা বিনিয়োগে চুক্তি করেছে। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাজ্যের ডাবলগেজিং প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্যান্য বেসরকারি ইজেডে বিনিয়োগ হচ্ছে ২ হাজার ২৭৯ কোটি টাকা। এ ব্যাপারে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, এ বছর অনেক বড় বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে। ধারাবাহিকভাবে আরো আসবে। এবারের বিনিয়োগ চুক্তিগুলো আগামী কয়েক বছরে বাস্তবায়ন হবে। জানা গেছে, চলতি বছরে বেশ কিছু বিদেশি বিনিয়োগ বাস্তবায়নও হয়েছে। বেসরকারি তিনটি অর্থনৈতিক অঞ্চলে তিনটি কারখানা উৎপাদনে এসেছে। এর মধ্যে জাপানের হোন্ডা মোটর কোম্পানি ও বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) যৌথভাবে ৩৫২ কোটি টাকা বিনিয়োগে মোটরসাইকেল কারখানা স্থাপন করেছে। এ বিনিয়োগের ৭০ শতাংশ হোন্ডার। বে ইকোনমিক জোনে চীনের প্রতিষ্ঠান মেইগোর সরাসরি বিনিয়োগে স্থাপিত হয়েছে খেলনা তৈরির কারখানা। এতে বিনিয়োগ হয়েছে ৫৮৮ কোটি টাকা। মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ার সিআইসি গ্রুপ শত কোটি টাকা বিনিয়োগ করেছে। সিআইসি ম্যানুফেকচারিং বাংলাদেশ এবং টিআইসি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ নামে দুটি কারখানা স্থাপন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App