×

সাহিত্য

শিল্পকলায় ‘আলোর অপেরা’র উদ্বোধনী মঞ্চায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ পিএম

শিল্পকলায় ‘আলোর অপেরা’র উদ্বোধনী মঞ্চায়ন
নাটকের দল এথিক মঞ্চায়ন করল তাদের প্রযোজনার নতুন নাটক ‘আলোর অপেরা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ‘আলোর অপেরা’র রচনা ও নির্দেশনায় ছিলেন অপু শহীদ। মহড়া কক্ষের অভাব, হল পাওয়া নিয়ে জটিলতা, অভিনেত্রীর সংকটসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একটি নাটকের দল তাদের নাটক ‘সাগর সুন্দরী’ শো চালিয়ে যায়। পাশাপাশি শুরু করে নতুন নাটক ‘চাঁদ বনিকের পালা’র মহড়া। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। নাট্যতত্ত্বে স্নাতক পাস করা অর্কিড খান চায় নাটকের প্রথাগত প্যাটার্ন পরিবর্তন করতে; কিন্তু দলে এসে দেখে থিয়েটার মানে শুধু তত্ত্ব নয়, প্রয়োগে রয়েছে নানা জটিলতা। ব্যর্থ হয়ে ফিরে যায় সে। অন্যদিকে রূপসা নামের মেধাবী এক মেয়ে অভিনেত্রী হতে চায়, কিন্তু সে হয়ে উঠে আলালের আশ্রিতা। এ ধরনের নানা সংকটের কারণে দলটি নাটক মঞ্চায়ন করতে ব্যর্থ হয়। ফলে দলের সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবাদ করে। কিন্তু দলপ্রধান আবার সেই পুরনো নাটক মঞ্চায়নের আয়োজন করে। সাগর সুন্দরী নাটকে অভিনয় করতে করতে অভিনয়শিল্পীরা ঢুকে পড়ে চাঁদ বণিকের পালা নাটকে। মেধার ওপর দাঁড়িয়ে অভিনেতা হয়ে ওঠে সর্বেসর্বা। তখন আর নাট্যকার আর নির্দেশকের কিছুই করার থাকে না। সব শৃঙ্খল কেটে মুক্ত হয়ে ওঠে অভিনেতা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিন্টু সরদার, মনি কানচন, ইমতিয়াজ আসাদ, দেলোয়ার হোসেন সোহাগ, রাতুল মীর, এনামুল মীর, হাসান আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, সুকর্ণ হাসান, উম্মে হাবীবা ও সাবা নুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App