×

জাতীয়

রাজধানীতে কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই : ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ পিএম

রাজধানীতে কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগরে কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার দুপুর ১২টার দিকে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। রাজধানীর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনও বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাকে কঠোর হস্তে দমন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App