×

জাতীয়

চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫২ পিএম

চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই
বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই। শনিবার সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিলাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার বিকেল তিনটায় সৈয়দ জাহাঙ্গীর মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে চারুশিল্পী-শিক্ষক ও সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এর পর বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মভূমি সাতক্ষীরায়। সেখানেই চির নিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই শিল্পী। সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। গ্রাম ও গ্রামীণ জীবন নিয়েই তার অধিকাংশ চিত্রকর্ম। প্রায় ২২ বছর পেশাদার চিত্রকর হিসেবে কাজ করার পর তিনি ১৯৭৭ সালে শিল্পকলা একাডেমির শিল্পকলা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। সৈয়দ জাহাঙ্গীর শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগ চালু করেন তিনি। চাকরি জীবনে তার অন্যতম কৃতিত্ব হলো দ্বিবার্ষিক এশীয় চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App