×

জাতীয়

প্রচারণা শেষ : ভোট উৎসবের জন্য প্রস্তুত ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ পিএম

প্রচারণা শেষ : ভোট উৎসবের জন্য প্রস্তুত ইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ শুক্রবার সকাল ৮টায়। এরপর কোনো প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচনী প্রচার কার্যক্রম চালাতে পারবে না। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে। সে অনুযায়ী আজ শুক্রবার সকাল ৮টায় এই সীমা শেষ হচ্ছে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরেই শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, এই মুহূর্ত পর্যন্ত যতটুকু প্রস্তুতি দরকার তারা সেটা সম্পন্ন করেছেন। ২৯৯টি আসনে নির্বাচন উপলক্ষে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী দেশের জেলা-উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলো নিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অমোছনীয় কালি, প্যাড, কলম, গোপনকক্ষ তৈরির কাপড়সহ বিভিন্ন সামগ্রী জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে সেনাবাহিনীও মাঠে নেমে গেছে। সেই সঙ্গে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মড ফোর্স, কোস্টগার্ড, নৌবাহিনী ও আনসার-ভিডিবি সমন্বয়ে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম। তিনি জানান, জরুরি প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এবারই প্রথম সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে। যেসব আসনে ইভিএম ব্যবহার হবে, সেখানে ইভিএম মেশিন পৌঁছে গেছে। ভোটারদের প্রশিক্ষিত করতে গতকাল সেখানে মক ভোটিং শেষ হয়েছে। এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ১০ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে রাজনীতিতে প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। তারা জোটবদ্ধভাবে ভোটে অংশ নিচ্ছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮০০’র বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের। এবার সব দল অংশ নেয়ায় সারা দেশে নির্বাচনী আবহ বিরাজ করছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে হামলা, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে। পাশাপাশি ইসি, প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এসেছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিসহ কয়েকটি দল থেকে। ইসি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার। রয়েছে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬ হাজার ৪৭৭টি ভোটকক্ষ। ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন প্রায় সাত লাখ কর্মকর্তা। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট স্থগিত করে পুনঃতফসিল দেয়া হয়েছে। এদিকে ইসির নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ শুক্রবার মধ্যরাত থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এবং আগামীকাল শনিবার মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সড়ক ও নৌপথে যানচলাচল বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App