×

জাতীয়

নির্বাচনে সহিংসতা হলে প্রতিহত করবে জনগণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ এএম

নির্বাচনে সহিংসতা হলে প্রতিহত করবে জনগণ
আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে প্রতিপক্ষ দল সহিংসতার অপচেষ্টা চালালে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এই এলাকার মানুষ শান্তির পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে। তারা উন্নয়ন চায়, হানাহানি ও সন্ত্রাস মোটেও পছন্দ করে না। আমি মনে করি, ভোটের দিন প্রতিপক্ষ দল সহিংসতা বা কোনো অপকৌশলের আশ্রয় নিলে এলাকার মানুষই তা প্রতিরোধ করবে। আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের এলাকার সাধারণ মানুষ সহায়তা করবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খিলগাঁও-সবুজবাগ-মুগদা এলাকার পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ বলেন, কিছুক্ষণ আগে আমি শুনলাম, নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। আমার ধারণা, আমাদের যারা মূল প্রতিপক্ষ (বিএনপি) তারা ইতোমধ্যেই উপলব্ধি করতে পেরেছে যে, ভোটের লড়াইয়ে তারা বিজয়ী হতে পারবে না। সুতরাং ভোটের দিন সহিংসতা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার অপকৌশল তাদের থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে আমরা সজাগ আছি, সচেতন আছি। তবে আমি মনে করি, তাদের যে কোনো অপতৎপরতাকে সাধারণ মানুষই প্রতিহত করবে। অপর এক প্রশ্নের জবাবে আইপিইউর অনারারি সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের কর্মীরা প্রচুর কাজ করেছেন। আশা করছি, এর একটি ভালো ফল আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আমরা পাব। তিনি বলেন, জনগণের প্রতি আমাদের মেসেজটা ইতিবাচক ছিল, আমরা সবসময়ই শান্তির পক্ষে ও উন্নয়নের পক্ষে। বিগত ১০ বছরে এলাকার উন্নয়নে যে কাজগুলো করেছি তার ধারাবাহিতকায় আগামীতে আরো উন্নয়নমূলক কাজ করব। এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আরো উন্নতি, সব নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত, এলাকার শিক্ষার্থীদের জন্য একাধিক বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি যেসব এলাকার রাস্তা সরু সেগুলোকে প্রশস্ত করা হবে। তিনি আরো বলেন, আমাদের এলাকায় প্রায় ১৮ লাখ লোক বসবাস করে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ লাখ লোক আমাদের এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করছে। মানুষ যাতে স্বল্প খরচে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সে জন্য পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক করা হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রোরেল নির্মিত হচ্ছে তার সঙ্গে আমাদের এই এলাকাকে সংযোগ করা হবে। এ ছাড়া আমাদের ৩টি ইউনিয়নে (নাসিরাবাদ, দাসেরকান্দি, দক্ষিণগাঁও) দক্ষিণ সিটি কপোরেশনের আওতায় আনা হয়েছে। আগামীতে এই ৩টি ইউনিয়নকে নগর পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হবে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদখল এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কখনো আপস করিনি, ভবিষ্যতেও আপসহীন থাকব। কেননা, আমার কাছে মানুষের ব্যক্তি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে আমরা শত উন্নয়ন করলেও এর পরিপূর্ণ সুফল মানুষ ভোগ করতে পারবে না। কয়েক হাজার সমর্থক নিয়ে বিকেল ৪টায় খিলগাঁও থানাধীন সবুজমতি ভবনের সামনে থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে গণসংযোগে বের হন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজসেবক লায়ন চিত্তরঞ্জন দাস, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগ, এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের জনগণ অংশ নেন। কারো হাতে ব্যানার-ফেস্টুন, কারো হাতে রঙ-বেরঙের নৌকা ও জাতীয় পতাকা শোভা পায়। ব্যান্ডবাদ্যের তালে তালে ‘নৌকা’র স্লোগানে মিছিলটি খিলগাঁও মোড় হয়ে তালতলা, গোড়ান, মাদারটেক, সবুজবাগ, বাসাবো ও মুগদার এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় সহস্র কণ্ঠে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘ঢাকা-৯ ধন্য সাবের ভাইয়ের জন্য’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়। সড়কের দুপাশের বাসাবাড়ি থেকেও ভোটারদের পক্ষ থেকে নৌকার প্রতি স্বতঃস্ফ‚র্ত সাড়া লক্ষ্য করা যায়। পথে পথে জননেতা সাবের হোসেন চৌধুরী এলাকাবাসীর হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App