×

জাতীয়

শেষ মুহূর্তেও প্রচার প্রচারণায় সরব নৌকা : মাঠে নেই ধানের শীষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:২০ পিএম

শেষ মুহূর্তেও প্রচার প্রচারণায় সরব নৌকা : মাঠে নেই ধানের শীষ
পটুয়াখালী-৪ আসনে এখন চলছে ’নৌকা’, ’ধানের শীষ’, ’হাতপাখা’ ও ’মই’ প্রতীকের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে মাইকিং, লিফলেট বিতরন, উঠান বৈঠক, পথ সভা এমনকি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন গ্রাম,ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক কমিটি গুলো। নির্বাচনী এলাকার সর্বত্র ছেয়ে গেছে পোষ্টার, ফেষ্টুন আর ব্যানারে। সরব প্রচারনায় নৌকা প্রতীকের কর্মীরা, চলছে হাত পাখা ও মই প্রতীকের প্রচারনা। নৌকার প্রার্থী অধ্যক্ষ মুহিববুর রহমান মুহিব রাত দিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা বিজয়ী করতে। কিন্তু ধানের শীষের প্রচারণা নিয়ে বিপাকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মামলা, হামলা ও গ্রেপ্তারে দিশেহারা। বাধার মুখে প্রচার প্রচারণায় নামতে পারছেন না তারা। তবে আওয়ামীলীগ নেতাকর্মিরা হামলা মামলার কথা অস্বীকার করে বলেন, বিএনপির নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচাল করার জন্য অপকৌশল অবলম্বন করছেন। আওয়ামীলীগের নির্বাচনী অফিসে হামলা,পেট্রল বোমা মারা এবং তাদের নেতাকর্মিদের বাড়িঘর জালিয়ে দেয়ার পরিকল্পণা করছেন। এরই মধ্যে নাশকতাকালে পুলিশ কয়েকজন বিএনপি জামাতের নেতাকর্মিকে হাতে নাতে আটক করেছে। নৌকার প্রধান প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থী এবিএম মোশাররফ হোসেন শেষ মুহুর্তে এসেও মাঠে না থাকলেও প্রচার প্রচারণায় এক মুহুর্তের জন্যও থেমে নেই নৌকার প্রার্থী এবং সমর্থকরা। দেশের মাইলফলক উন্নয়ন’র মডেল খ্যাত এ আসনের ১৯ টি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান, ২ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতারা একাট্টা হয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। কিন্তু ধানের শীষ প্রতীকের মাইকিং, উঠান বেঠক ও গণসংযোগ চালাতে বাধার সম্মুখীন হচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি’র অভিযোগ, এবিএম মোশাররফ হোসেন প্রচারণায় নামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধাঁর মুখে পড়তে হচ্ছে। গণসংযোগ চালানোর সময় হামলার শিকার হতে হচ্ছে। এছাড়া গত কয়েকদিনে বিভিন্ন মামলায় অর্ধশত নেতাকর্মি গ্রেফতারে বিএনপি মাঠে নেই। এছাড়া ৫/১০ জন নিয়ে প্রচারনা চালানো বাম গনতান্ত্রিক জোট বাসদ প্রার্থীর পথসভা ও প্রচানায় বাঁধা দেয়ারও অভিযোগ রয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন আওয়ামীলীগের পটুয়াখালী ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান। এসকল পরিস্থিতি মোকাবেলায় বিএনপি উৎকণ্ঠায় থাকলেও ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মি ও ব্যবসায়ীরা আওয়ামীলীগে যোগদান করে এবং আওয়ামীলীগের প্রচার প্রচারণায়ও অংশ নিচ্ছেন তারা। এতে বিএনপির অনেক নেতাকর্মিরা হতাশায় ভূগছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পটুয়াখালী-৪ আসনটি ১৭টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও ২টি উপজেলা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২লাখ ৪৯হাজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিব্বুর রহমান মহিব, ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মোশাররফ হোসেন, হাত পাখা প্রতীক নিয়ে মুফতি হাবিবুর রহমান এবং মই প্রতীক নিয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ। এছাড়া জাপা (এ) প্রার্থী মো: আনোয়ার হাওলাদার নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে। বিএনপি প্রার্থী ও সমর্থকরা যখন নানা অভিযোগ নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাটছেন হাত পাখা মার্কার প্রার্থী ও সমর্থকরা। হাত পাখার প্রচার প্রচারণায় শেষ মুহুত্ব পর্যন্ত ব্যস্ত রয়েছে। হাত পাখা মার্কার প্রার্থী দাবি করছেন এই আসনে লড়াই হবে নৌকা এবং হাতপাখা মার্কার মধ্যে ধানের শীষ নয়। ভোটারদের মতে এই আসনে লড়াই হবে শেষ পর্যন্ত লড়াই হবে নৌকা আর ধানের শীষে-এমনটাই বলছেন এ আসনের সাধারন ভোটাররা। তবে আওয়ামীলীগ দাবি করছেন এই আসনটি আওয়ামীলীগের ঘাঁটি। আগামী ৩০ তারিখে শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে বিজয়ী হবে নৌকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App