×

জাতীয়

নির্বাচনে গুজব ঠেকাতে ফেসবুক পেজ চালু করেছে র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ পিএম

নির্বাচনে গুজব ঠেকাতে ফেসবুক পেজ চালু করেছে র‌্যাব
নির্বাচনকে কেন্দ্র করে গুজব ঠেকাতে সাইবার নিউজ ভেরিভিকেশন সেন্টার নামে র‌্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব দেখে তা সন্দেহজনক মনে হলে র‌্যাবের এই ফেসবুক পেজে তথ্য দিলে তা যাচাই-বাছাই করে ফিডব্যাক দেওয়া হবে। র‌্যাব সদস্যরা সার্বক্ষণিকভাবে এই পেজ মনিটরিং করবেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। নির্বাচনকে কেন্দ্র করে সংস্থাটির প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কোনো মহল বা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও কোনো গুজব ছড়ালে এই পেজে অভিযোগ করার আহ্বান জানান বেনজীর আহমেদ। তিনি আরও বলেন, নির্বাচনের দিন বড় ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় চারটি হেলিকপ্টার ব্যবহার করবে র‌্যাব। এর মধ্যে র‌্যাবের দু'টি হেলিকপ্টার প্রয়োজনে টহল দেবে। আর সেনাবাহিনী থেকে নেওয়া দু'টি হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে। বেনজীর আহমেদ বলেন, নির্বাচনে সারাদেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০ হাজার র‌্যাব সদস্য। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া র‌্যাবের স্পেশাল ফোর্স স্ট্যান্ডবাই থাকবে। কোনো কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের বিঘ্ন ঘটলে সেখানে স্পেশাল ফোর্স হেলিকপ্টারে করে পৌঁছে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App