×

খেলা

বসুন্ধরা-শেখ রাসেল দ্বৈরথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২০ পিএম

বসুন্ধরা-শেখ রাসেল দ্বৈরথ
মৌসুমের দ্বিতীয় ফাইনালে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে বিগ বাজেটে গড়া দলটি। স্বাধীনতা কাপের ফাইনালে আজ শেখ রাসেল ক্রীড়া চক্রের মোকাবেলা করবে বসুন্ধরা কিংস। দুই দলের ডাগ আউটে রয়েছেন জাদরেল কোচ। এক সূত্রে জানা গেছে, মাসিক ১০ হাজার ডলারের বিনিময়ে এক বছরের চুক্তিতে স্পেনের অস্কার উইলিয়ান ব্রজোনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বসুন্ধরা। এই মৌসুমে ঘরোয়া লিগের সবচেয়ে দামি কোচ তিনি। উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী ব্রজোন গত মৌসুমে মালদ্বীপ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়ান্টের কোচ ছিলেন। মালদ্বীপ ছাড়াও এর আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের দল মুম্বাইয়ের কোচ হিসেবে কাজ করেছেন। স্প্যানিশ ক্লাব মায়োর্কার সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচের দায়িত্বে থাকা সাইফুল বারী বাংলাদেশের সেরা কোচদের একজন। এক সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন তিনি। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। নবাগত দল বসুন্ধরা কিংস এই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়তে চায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দলের কোচ এবং খেলোয়াড়রা তাদের ফাইনালের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন। শেখ রাসেলের কোচ টিটু জানিয়েছেন, স্বাধীনতা কাপের শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। কারণ আমরা শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে এসেছি। নতুন দল হিসেবে বসুন্ধরা কিংস বেশ ভালো তবুও আমরা চেষ্টা করব জিততে। আমার দলের খেলোয়াড়রা অবশ্যই ভালো খেলবে, সবাই সুস্থ আছে। সাইফুল বারী টিটু আরো বলেন, গ্রুপ পর্বটা আমাদের জন্য কঠিন ছিল। তাতে একটা সুবিধাই হয়েছে। শেখ জামাল ও বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলে এসেছি। তখন আমরা কোনো গোল করতে পারিনি। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল আমরা ২ গোলে জিতেছি। আমাদের স্কোরিংয়ে যে সমস্যা ছিল তা দূর হয়েছে। তবে এটা ফাইনাল। ফাইনালে শুধু ওঠার জন্যই ওঠা নয়, জেতার জন্য। শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা বলেছেন, ফাইনালটা জমজমাট হবে। সুযোগ কাজে লাগাতে হবে। যারা সেটা পারবে তাদের জন্য জয়ের মুখটা খুলে যাবে। তবে আমি মনে করি, যে দল প্রথমে গোল করতে পারবে তারাই জয়ের জন্য এগিয়ে যাবে। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্নপূরণ হয়নি নবাগত দল বসুন্ধরা কিংসের। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজোন জানিয়েছেন, বক্সিং ডে ফাইনাল ম্যাচটির দিকেই আমার সব মনোযোগ। সকালে অনুশীলন আছে। প্রতিপক্ষকে ভালো দল ভেবেই মাঠে নামব এবং আমার দল অবশ্যই জিতবে। বসুন্ধরা কিংসকে আমরা প্রথম ট্রফি উপহার দিতে চাই। এ জন্য প্রয়োজন মাঠে ভালো খেলা। ভালো খেলার সামর্থ্য আছে আমার দলের। ব্রজোনের তুরুপের তাস ইমন মাহমুদ বাবু বলেছেন, আমরা ফাইনালের জন্য প্রস্তুত আছি। ফেডারেশন কাপের শিরোপা জিততে পারিনি কিন্তু এই ম্যাচ জিততে যথেষ্ট চেষ্টা করব। এ ছাড়া প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্মন্ধে আমাদের বেশ ভালো ধারণা আছে। তাই আশা করি, আমরা জিততে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App