×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ পিএম

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪০০
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে ৪০০ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুনামিতে আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৯ জন। অপরদিকে নিখোঁজ রয়েছে ১২৮ জন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। শনিবার উপকূলীয় শহর সুমাত্রায় আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তি হয়েছে। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। নতুন করে আবারও সুনামির আশঙ্কায় আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দাদের বীচের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। রবিবার আবারও আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App