×

বিনোদন

টেলি সামাদের চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ পিএম

টেলি সামাদের চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কমেডিয়ান অভিনেতা টেলি সামাদ। এ অভিনেতার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন টেলি সামাদের পরিবার। টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন বাবা। কয়েকদিন থেকে আইসিইউতে আছেন তিনি। তার অবস্থার তেমন কোনো উন্নতি নেই। রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখন কিছুই খেতে পারছেন না তিনি। সোহেলা আরো বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসক জুলফিকার লেলিন ফোন করে জানতে চাইছিলেন আমাদের সহযোগিতা প্রয়োজন কিনা। ফোনটি পেয়ে আশান্বিত হয়েছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে ভালোভাবে বাবার চিকিৎসা করা সম্ভব হবে। উল্লেখ্য, অসুস্থ হয়ে পড়লে গত ৪ ডিসেম্বর নগরীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় টেলি সামাদকে। ৬ ডিসেম্বর তাকে আইসিইউতে নেয়া হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে টেলি সামাদের বাইপাস সার্জারি করা হয়। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে আসার পর অক্টোবর ও নভেম্বরে দুই দফা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে সাড়া জাগানো এ কৌতুক অভিনেতার প্রকৃত নাম আবদুস সামাদ। তার বাড়ি মুন্সীগঞ্জে। চলচ্চিত্র শিল্পে তিনি টেলি সামাদ নামেই পরিচিত হন। ছবি আঁকা ও গানেও রয়েছে তার সমান পারদর্শিতা। ১৯৭৩ সালে পরিচালক নজরুল ইসলামের নির্মিত ‘কার বৌ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপরে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পঞ্চাশের অধিক চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App