×

জাতীয়

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৮ পিএম

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে এক নির্মাণ শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পুজগাং বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোগাংয়ের বাসিন্দা চা দোকানি শীখ্য চাকমা (২৮) ও স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)। তিনি চট্টগ্রামের দোহাজারী এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের সন্ত্রাসীরা পুজগাং এলাকায় ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে তারা নতুন কুমার চাকমার নির্বাচনী অফিসে আগুন দেয়। আগুন দেয়ার পর সন্ত্রাসীরা পুজগাং বাজারে অতর্কিত হামলা করে। এ সময় শীখ্য চাকমা দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ সময় রাস্তার নির্মাণ শ্রমিক সোহেল রানাও সন্ত্রাসীদের গুলিতে মারা যান।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র মাইকেল চাকমা এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছেন।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) বলছে- ইউপিডিএফের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, নিহত দুজনের মধ্যে একজন উপজাতি অপরজন নির্মাণ শ্রমিক। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App