×

জাতীয়

শেখ হাসিনা মানেই শক্তি, শান্তি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা : নাসিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ পিএম

শেখ হাসিনা মানেই শক্তি, শান্তি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা : নাসিম
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, খেলোয়াররা খেলায় গোল মিস করলেও আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোল মিস করবে না। ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগন বিএনপিকে উচিত শিক্ষা দিবে। তিনি আরও বলেন, ধানের শিষ এখন চিটা হয়ে গেছে আর সেই চিটা কোন কাজে লাগবে না। যারা আন্দোলন করে জিততে পারে না তারা কিভাবে জনগনের ভোটের মাধ্যমে জিতবে ? ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত কষ্টসাধ্য হলেও সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা মানেই শক্তি, শান্তি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা। জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও ১৪ দলের জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দিলীপ বড়ুয়া, গনআজাদী লীগের সাধারন সম্পাদক ডাঃ সাহাদাত হোসেন, বাংলাদেশ গনতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক এস.কে সিকদার, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি (ন্যাপ) সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি (জে.পি মঞ্জু) সাধারন সম্পাদক এজাজুর রহমান মুক্তা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App