×

জাতীয়

যুগোপযোগী আইন প্রণয়ন করব : সুব্রত চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ পিএম

যুগোপযোগী আইন প্রণয়ন করব : সুব্রত চৌধুরী
ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করছেন গণফোরামের কার্যকারী সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা এডভোকেট সুব্রত রায় চৌধুরী। তিনি গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতিও। পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেণ্ডারিয়া, কোতোয়ালি ও বংশালের একাংশ নিয়ে এ আসনটি গঠিত। তার এ আসনটি বিএনপির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আসন হিসেবে পরিচিত। যে আসনে সাদেক হোসেন খোকা কখনো পরাজিত হননি। জনগণের সমর্থনে এ আসনটি ধানের শীষের পক্ষে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন বলে জানান সুব্রত চৌধুরী। বলেন, বর্তমানে দেশে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা চলছে। ১৬ কোটি মানুষ আজ অবরুদ্ধ। দেশের মানুষ আজ কারাগারে। একদিনের জন্য একটি ভোটের মহড়া হয়। একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনসংশ্লিষ্ট আইন প্রণয়ন এবং যে আইনগুলো রয়েছে তা আরো যুগোপযোগী করতেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন বলে জানান এ সিনিয়র আইনজীবী। ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপচারিতায় সুব্রত চৌধুরী বলেন, জাতীয় সংসদকে বলা হয় ম্যাজিস্ট্রেট আইনসভা। এখান থেকে বিভিন্ন আইন প্রণয়ন করা হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু দেশে বর্তমানে নিয়ন্ত্রিত আইন ব্যবস্থা চলছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইন বিভাগের স্বাধীনতা নেই, এমনকি মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে না। সুব্রত চৌধুরী বলেন, আমরা আইনের শাসন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। তিনি বলেন, এবারের নির্বাচনকে আমরা একটি সুযোগ হিসেবে নিয়েছি। এটা শুধু জাতীয় ঐক্যফ্রন্টের সুযোগ না, ১৬ কোটি মানুষের সুযোগ এবং আমাদের মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের যে স্বপ্ন আওয়ামী লীগ ভেঙে চুরমার করে দিয়েছে সে জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। সুব্রত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, কোনো কারচুপির নির্বাচন করে তিনি ও তার দল বিজয়ী হতে চায় না। তার কথার ওপর আস্থা ও বিশ্বাস রেখে নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছি। কিন্তু বাস্তবে তার কথার কোনো মিল পাচ্ছি না। তবে কোনো কলাকৌশল, নীল নকশা কাজে আসবে না। জয় আমাদের হবে। এক প্রশ্নের জবাবে গেরিলা মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী বলেন, ১৯৬৫ সাল থেকে চট্টগ্রামে রাজনীতির সঙ্গে জড়িত হই। রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। রাকসু (রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছি। ১১ দফা আন্দোলনে সক্রিয় ভ‚মিকা পালন করেছি। ৯০-এর দশকে সম্মিলিত আইনজীবী পরিষদের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হই। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এই আইনজীবী বিভিন্ন জনসেবামূলক কাজও করেছেন। ১৯৮৮ সালে বন্যাকবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এরশাদ সরকার আমলে হরিপুর তেলখনি নিয়ে যে আন্দোলন, তার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন জনস্বার্থমূলক মামলাও পরিচালনা করেছেন যা জনমনে দাগ কেটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App