×

জাতীয়

ফুলবাড়ীতে বার কেন্দ্রের ভোট গণনা হবে সৌরবিদ্যুতের আলোয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ পিএম

ফুলবাড়ীতে বার কেন্দ্রের ভোট গণনা হবে সৌরবিদ্যুতের আলোয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ৩৭টি ভোট কেন্দ্রে বিদ্যুত সংযোগ নেই। আগের স্থানীয় ও জাতীয় নির্বাচনে এসব কেন্দ্রে মোমবাতি ও হ্যারিকেনের আলোতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হত। এবার সোলার প্যানেলের সাহায্যে সৌর বিদ্যুতের আলোতে এসব কেন্দ্রে ভোট গণনা করা হবে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম -২ আসনে (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী ও রাজারহাট) চার লাখ ৯৩ হাজার ৩৫৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৯ হাজার ৬০৭জন। কক্ষ রয়েছে এক হাজার ২৩টি। ফুলবাড়ী উপজেলার ১২টি ভোটকেন্দ্রসহ আসনটির ৩৭টি কেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই। উপজেলার বিদ্যুতবিহীন ভোট কেন্দ্রগুলো হলো-চর গোরকমন্ডপ সরকারী প্রথমিক বিদ্যালয় (স.প্রা.বি), বালাতারী স.প্রা.বি, মধ্যযতীন্দ্র নারায়ন স.প্রা.বি, সোনাইকাজী স.প্রা.বি, কবির মামুদ স.প্রা.বি, পশ্চিম কুটিচন্দ্রখানা স.প্রা.বি, মরানদী স.প্রা.বি, ধনিরাম স.প্রা.বি, রাঙ্গামাটি স.প্রা.বি, পশ্চিম অনন্তপুর স.প্রা.বি, দক্ষিন অনন্তপুর স.প্রা.বি, ঘোগাকুটি স.প্রা.বি। নাম প্রকাশেঅনিচ্ছুক একজন প্রিজাইডিং অফিসার জানান, ভোট গ্রহণ শেষে গণনার সময় পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। এ সময় প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের চার পাশে উত্তেজিত থাকে। তখন ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে ব্যস্ত থাকতে হয়। মোমবাতি ও হ্যারিকেনের আলোতে ভোট গণনা ও ফলাফল বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, তার ইউনিয়নে দু’টি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নেই তবে অন্য উপায়ে আলোর ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, যে সব ভোট কেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই সেসব প্রতিষ্ঠান প্রধানকে বিদ্যুৎ সংযোগের জন্য বলা হয়েছে। তারপরেও সমস্যা হলে সোলার প্যানেলের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App