×

জাতীয়

পঞ্চগড়ে পুলিশ ও বন কর্মকর্তার উপস্থিতিতে বাঘকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ এএম

পঞ্চগড়ে পুলিশ ও বন কর্মকর্তার উপস্থিতিতে বাঘকে পিটিয়ে হত্যা
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দৌলতপুর এলাকায় পুলিশ ও বন কর্মকর্তার উপস্থিতিতে একটি চিতা বাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার সকালে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় ওই বাঘটি দেখা যায়। সারাদিন আটক করার চেষ্টার পর সন্ধ্যায় সেটিকে পিটিয়ে মারা হয়। বোদা উপজেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভারত থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। সারদিন বাঘটি বেশ ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। আমরা কৌশলে বাঘটিকে ধরার চেষ্টার করছিলাম। তার আগেই পালানোর সময় স্থানীয় লোকজন বাঘটিকে পিটিয়ে হত্য করে। মানুষজনকে বাধা দিয়েও বাঘটিকে বাঁচাতে পারেননি বলে দাবি করেন তিনি। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, পুলিশের দায়িত্ব স্থানীয়দের নিরাপত্ত্বা দেওয়া। সেখানে দিনভর জনগণের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। সন্ধ্যার পর বাঘটি পালাতে শুরু করলে কে বা কারা বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App