×

জাতীয়

নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রস্তুত থাকুন : সাবের হোসেন চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:০০ পিএম

নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রস্তুত থাকুন : সাবের হোসেন চৌধুরী
ঢাকা-৯ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলেই সাধারণ মানুষ ছবিযুক্ত ভোটার তালিকা অনুযায়ী ভোট দিতে পারছেন। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। আসন্ন একাদশ নির্বাচনেও সর্বস্তরের মানুষ শান্তিতে উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন বলে আশা করি। তাই এবারো নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ কমিউনিটি সেন্টারে ‘পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কেন্দ্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল হক, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তানিয়া হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান মিঠুনসহ স্থানীয় নেতাকর্মী ও প্রায় ৩ শতাধিক পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পোলিং এজেন্টদের যথার্থভাবে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একটি করে নির্দেশনা বই দেয়া হয়। সাবের হোসেন বলেন, এই নির্বাচনী এলাকায় ৮০০-এর বেশি বুথ আছে। সুতরাং নির্বাচনের দিন পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতেই হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সব আসনের ন্যায় আমরা আপনাদের প্রশিক্ষণ দিচ্ছি। কারণ নির্বাচনের দিন ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের সময় ও ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আপনাদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই কাউকে জাল ভোট দিতে দেয়া যাবে না। কারো হুমকিতে ভয় পাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, সবার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা কেন্দ্রের বাইরে থাকব। কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেদিকে নৌকার কর্মীরা সর্বদা সতর্ক থাকবে। আপনারা ভেতর থেকেই নৌকার স্লোগান শুনতে পাবেন। সুতরাং নির্ভয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, আমরা আশা করি স্বচ্ছ ভোট হলে এই আসনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে। বাকিটা ভোটারদের ওপর ছেড়ে দিলাম। তারা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। পোলিং এজেন্টদের উদ্দেশ্যে সাবের হোসেন বলেন, ভোটের দিন ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রে যাবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র ছেড়ে আসবেন না। অনেক সময় নিজেদের অনেক সিদ্ধান্ত নিতে হয়। সেজন্য নির্দেশিকা বইটি ভালো করে পড়বেন। নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। মনে রাখবেন আপনারা সবাই নৌকার প্রতিনিধি হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সুতরাং কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দিবেন না। এর আগে, গতকাল সকাল ৮টায় বাইগদিয়া আদর্শ বিদ্যানিকেতনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন সাবের হোসেন চৌধুরী। এ সময় এলাকাবাসী গ্যাস সমস্যা, সিটি করপোরেশনের সুযোগ না পাওয়া, স্কুলটির ভঙ্গুর দশা তুলে ধরেন। সাবের হোসেন সমস্যাগুলো মনোযোগের সঙ্গে শুনে এগুলো সমাধানের আশ্বাস দিয়ে জানান, এই নির্বাচনী এলাকার যে অংশগুলো সিটি করপোরেশনের আওতায় এসেছে সেগুলোর রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট ফান্ড দিয়েছেন। অচিরেই এই এলাকাগুলোর কাজ শুরু হবে। পাশাপাশি এই এলাকার কিছু অংশকে ডেমরা থানার এরিয়া ভাবা হয়। অচিরেই এই সমস্যা সমাধান করে সবুজবাগ থানা এরিয়ার মধ্যে আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App