×

অর্থনীতি

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাণিজ্যমেলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ পিএম

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাণিজ্যমেলার
আগামী ৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১ জানুয়ারি হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পেছানো হয়েছে। এ কারণে বাণিজ্যমেলা আগামী ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় মেলার প্রস্তুতি জোরেশোরে চলছে। মেলা এক সপ্তাহ পেছালেও চলতি মাসের মধ্যে প্রস্তুতি শেষ হচ্ছে। এ কারণে রাজধানী শেরেবাংলা নগরে চলছে বিশাল কর্মযজ্ঞ। বাণিজ্য খাতের রপ্তানি প্রসারের অন্যতম আয়োজন এই বাণিজ্যমেলা। এই মেলা ঘিরে তৈরি হয় শত শত কোটি টাকার বাণিজ্য। তাই এই মেলাকে গুরুত্বের সঙ্গে আয়োজন করে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। এদিকে, কদিন পরেই রাজধানীতে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৪তম আসর। তাই, জোরেশোরে এগিয়ে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে মেলার মূল ফটক তৈরি হচ্ছে মেট্রোরেলের আদলে। নির্ধারিত সময়ের আগেই মেলার প্রস্তুতি শেষ করতে শ্রমিকদের ব্যস্ততার যেন শেষ নেই। দিন-রাত এক করে এগিয়ে চলছে মেলা মাঠের কর্মযজ্ঞ। স্টল-প্যাভিলিয়ন তৈরিতে যেন দম ফেলার ফুসরত নেই কর্মীদের। মেলা মাঠে শুধু টুন-টান শব্দ। কর্মব্যস্ত সবাই। তবে নির্বাচন সামনে হলেও এবারের আয়োজন নিয়ে আশাবাদী মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি বলছে, এবার বিদেশিদের নজর কাড়তে বাড়তি প্রস্তুতি নেয়া হচ্ছে। গতবার ১৬৫ কোটি টাকার রপ্তানি আদেশ পেলেও এবার তা আরো বাড়বে বলে আশা ইপিবির। এবারের মেলার দর্শনার্থীদের সুবিধায় থাকছে চিকিৎসা কেন্দ্র, ডে কেয়ার সেন্টার, ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টারসহ বেশকিছু আয়োজন। অব্যবস্থাপনা রোধে থাকবে সার্বক্ষণিক নজরদারি। ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় ছোটবড় মিলিয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৫২১টি স্টল। গত বছরের চেয়ে এবার আরো বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা ইপিবির। এবারের মেলায় নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি এবং বিদেশি প্যাভিলিয়ন ২৬টি। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের কারণে হয় ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৯। ফলে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে শুরু হবে মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে ইপিবির মহাপরিচালক রমজান আলী সাংবাদিকদের বলেন, নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। গতবারের থেকে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App