×

তথ্যপ্রযুক্তি

মৌমাছি রক্ষায় স্মার্ট মৌচাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৮ পিএম

মৌমাছি রক্ষায় স্মার্ট মৌচাক
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী একটি ‘স্মার্ট মৌচাক’ -এর নেটওয়ার্ক তৈরি করেছেন গবেষকরা।প্রকৃতির উপকারী পতঙ্গটির সংখ্যা কমছে। বিজ্ঞানীরা এ কারণে প্রযুক্তি ব্যবহার করে মৌমাছিকে বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষার উপায় নিয়ে কাজ করছেন। কেননা মানব সভ্যতায় মৌমাছির প্রভাব এতো বেশি যে আশংকা করা হচ্ছে, এটি হারিয়ে গেলে পরিবেশের ভারসাম্যের সঙ্গে সভ্যতার ভিত্তিও নড়বড়ে হয়ে পড়বে। মৌমাছি মধু ও মোমের পাশাপাশি মানুষের খাবার উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিদিনের ফলমূল, শাক-সবজির বেশিরভাগই উৎপাদন হচ্ছে মৌমাছির সহায়তায়। অথচ প্রকৃতির এ বন্ধু এখন হুমকির মুখে। এটিই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের।বিজ্ঞানীদের ধারণা, মৌমাছির সংখ্যা দ্রুত বাড়ানো না গেলে খাদ্য বিপর্যয়ে পড়তে পারে বিশ্ব। এ জটিল সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক সব প্রযুক্তির সহায়তা নিচ্ছেন গবেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App