×

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অবসরে যাচ্ছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইট বার্তার বরাত দিয়ে শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। ম্যাটিস তার পদত্যাগপত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মানের কথা জানিয়েছেন। ট্রাম্প সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার বিতর্কিত সিদ্ধান্ত জানানোর পর দিনই পদত্যাগের এই ঘোষণা এলো। তবে জিম ম্যাটিসের পদে কাকে নিয়োগ করা হবে তা জানাননি ট্রাম্প। অবশ্য বলেছেন, শিগগিরই কাউকে এই পদে নিয়োগ দেয়া হবে। মার্কিন গণমাধ্যম বলছে, পদত্যাগপত্রে জেনারেল ম্যাটিস মিত্র দেশগুলোর সাথে সম্মানসূচক সম্পর্ক বজায় রাখা এবং আমেরিকার শক্তির সব ধরনের উপাদান ব্যবহার করে সব পক্ষের প্রতিরক্ষা নিশ্চিত করার বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। তবে ম্যাটিসের পদত্যাগের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্ষমতাসীন শিবির রিপাবলিকান সিনেটরদের মধ্যেই। ম্যাটিসকে ট্রাম্প প্রশাসনে 'স্থায়িত্বের দ্বীপ' হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App