×

আন্তর্জাতিক

রনিলকে প্রধানমন্ত্রী করে শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৩ পিএম

রনিলকে প্রধানমন্ত্রী করে শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা

রাজনৈতিক সংকটের মুখে পড়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের সপ্তাহখানেক পরে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে আবারও প্রধানমন্ত্রী করে ২৮ জনকে সদস্য করে এ মন্ত্রিসভা গঠন হয়েছে বলে ঘোষণা করা হয়। এ দিন একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভায় সম্পৃক্তদের নাম ঘোষণা দেন।

এ মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে মানগালা সামারাবীরাকে পুনরায় দায়িত্ব দিয়েছেন তিনি।

চলতি বছরের ২৬ অক্টোবর তখনকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে সরিয়ে মাহিন্দা রাজাপাকসেকে প্রেসিডেন্ট এ পদে বসিয়েছিলেন। পরে পার্লামেন্টের সর্মথন না পাওয়ায় শুরু হয় দেশে রাজনৈতিক অস্থিরতা। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তুমুল বিতর্কের মুখে পড়েন রাজাপাকসে। এরপর অস্থির পরিস্থিত নিরসনে গত ১৫ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। সেইসঙ্গে ক্ষমতাধর এ নেতার পদত্যাগ নিয়ে দেশটির আদালতের আদেশও ছিল বলে জানা গেছে।

রাজাপাকসে সরে দাঁড়ানোয় আবারও প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App