×

খেলা

মেয়েদের প্রথম প্রতিপক্ষ নেপাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৫ পিএম

মেয়েদের প্রথম প্রতিপক্ষ নেপাল
২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে বাংলাদেশের মেয়েদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। সাত দেশ নিয়ে আয়োজন করতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৪ মার্চ ও ১৬ মার্চ। যেখানে দ্বিতীয় ম্যাচে লাল-সুবজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভুটান এবং তৃতীয় ম্যাচটি পাকস্তানের বিপক্ষে। আগামী বছরের ১২ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের এ আসরটি নেপালে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ খেলবে। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল, ভুটান ও পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় এ প্রতিযোগিতা ১৭ থেকে ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। এক দফা পিছিয়ে দিন তারিখ জানুয়ারিতে নির্ধারণ হলে ভেন্যু পরিবর্তনের কারণে তা মার্চে নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক সমস্যার কারণে টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে শ্রীলঙ্কা। তাই টুর্নামেন্টটি নেপালে আয়োজন করা হচ্ছে। ২০১০ সালে বাংলাদেশে বসেছিল সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। সেই থেকে প্রতি দুই বছর অন্তর তা আয়োজন করা হয়ে আসছে। সে হিসেবে ২০১৮ সালেই হওয়ার কথা ছিল পঞ্চম আসর। এর মাধ্যমে এই প্রথম এক বছরের টুর্নামেন্ট আরেক বছরে আয়োজন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App