×

জাতীয়

নির্বাচনে সবার উচিত সহিংসতা পরিহার করা: ববার্ট মিলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ পিএম

নির্বাচনে সবার উচিত সহিংসতা পরিহার করা: ববার্ট মিলার

আমি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠক করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে।সবার উচিত সহিংসতা পরিহার করা। বললেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কুটনীতিকদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে তিনি আশা করেন।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিএনপির সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছিলাম, আজকেও একই বক্তব্য আমাদের।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের সঙ্গে যে আলোচনা হয়েছে, এখানেও একই বিষয় নিয়ে কথা বলেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, তুরস্ক, ডেনমার্ক, ফিলিপাইন, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ৩৫টি দেশের রাষ্ট্রদূত অংশ গ্রহন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App