×

জাতীয়

আনোয়ারায় সৌদি বাদশার অর্থয়ানে নির্মিত স্কুলকাম সাইক্লোন সেল্টার হস্তাস্থন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ পিএম

আনোয়ারায় সৌদি বাদশার অর্থয়ানে নির্মিত স্কুলকাম সাইক্লোন সেল্টার হস্তাস্থন
আনোয়ারায় ইসলামিক উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গতকাল বুধবার বিকালে উপজেলা মিলানায়তনে সৌদি বাদশা প্রয়াত আবদুল্লাহ্ বিন আবদুল আজিজের ব্যক্তিগত অর্থয়ানে ১২ কোটি টাকায় নির্মিত সিডর আক্রান্তদের জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংকের সহায়াতায় ২টি স্কুলকাম সাইক্লোন সেল্টার স্কুল পরিচালনা কমিটির কাছে হস্তাস্থন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফায়েল খায়ের কর্মসূচির কার্যক্রম পরিচালক (আই এস ডি বি) সূফী মুস্তাক আহমেদ, স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরে প্রকল্প পরিচালক ও ফায়েল খায়ের কর্মসূচির সম্ময়নক মোহাম্মদ রেজাউল করিম, প্রকল্প পরিচালক পল নরম্যান বার্ড, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারি কমিশনার ভূমি সাইদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান, উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম, চারপীর আউলিয়া পরিচালনা পরিষদের সভাপতি কবির আহমদ, প্রধান শিক্ষক আমিরুজ্জামান, ওসমান গনিসহ বিভিন্ন বিভাগীয় অফিসার ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট চাবি ও দলিল হস্তাস্থন করেন। বক্তারা বলেন, ২০০৭ সালে সিডর আক্রান্ত বাংলাদেশের ক্ষয়ক্ষতির প্রতি মর্মাহত হয়ে প্রয়াত আবদুল্লাহ্ বিন আবদুল আজিজ বাংলাদেশের ১৩ টি জেলায় স্কুলকাম সাইক্লোন সেল্টার নির্মানের জন্য ১ হাজার কোটি টাকা ব্যক্তিগত অনুদান দেন। ইসলামিক উন্নয়ন ব্যাংক এ অনুদানের টাকার অংশ হিসেবে আনোয়ারার চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় ও বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৬ কোটি টাকা করে ১২ কোটি টাকা মূল্যে ২টি আধুনিক স্কুলকাম সাইক্লোন সেল্টার নির্মাণ শেষে গতকাল বিকালে বিদ্যালয়ের কাছে হস্তাস্থন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App