×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন-এ ৪৭তম বিজয় দিবস উদযাপন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৪ এএম

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন-এ ৪৭তম বিজয় দিবস উদযাপন
নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন-এ ৪৭তম বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস এর ৪৭তম বার্ষিকী উপলক্ষ্যে নাইজেরিয়ার আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন ব্যা পক উৎসাহ ও উদ্দীপনার সাথে দিনটি উদযাপন করে। দিনের কর্মসূচীর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সকালে হাইকমিশন ভবনে মান্যবর হাইকমিশনার মোঃ শামীম আহসান,এনডিসি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শাহাদাৎ বরণকারী পরিবারের সদস্যবৃন্দ সহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কর্মসূচীর দ্বিতীয় অংশ হিসেবে হাইকমিশন মিলনায়তনে সন্ধ্যায় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাহার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে হাইকমিশনার শামীম আহসান বিজয় অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিস্মরণীয় অবদানসহ মুক্তিযোদ্ধা ও অত্যাচারিত মা-বোনদের ত্যাগের কথা তুলে ধরেন। ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ অন্যান্য বিদেশীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাধীনতা যুদ্ধের বিদেশী বন্ধুদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের কথাও তুলে ধরেন। জনাব আহসান বঙ্গবন্ধুর স্বপ্ন “সোনার বাংলা” বাস্তবায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার “ডিজিটাল বাংলাদেশ” এবং ২০৪১ সালের মধ্যে ʿউন্নত দেশ’ গঠনে প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পশ্চিমবঙ্গের বাঙ্গালী কমিউনিটির শিল্পীদের পরিবেশিত দেশাত্ববোধক গান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, পশ্চিমবঙ্গের বাঙ্গালী ও নাইজেরিয়ার নাগরিকরা ছাড়াও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App