×

জাতীয়

ইশতেহারে আওয়ামী লীগের ২১টি ‘বিশেষ’অঙ্গীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ এএম

ইশতেহারে আওয়ামী লীগের ২১টি ‘বিশেষ’অঙ্গীকার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২১টি ‘বিশেষ’অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে। মঙ্গলবার ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'আমার গ্রাম, আমার শহর’শিরোনামে গ্রামভিত্তিক উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবারের ইশতেহারে । ২১টি অঙ্গীকার করে আওয়ামী লীগ এই ইশতেহারের নাম দিয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ।’ এবারের ইশতেহারের মূল বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছে তারুণ্য এবং গ্রামের উন্নয়নকে। এবারের ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা নিশ্চিতকরণ, তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। ইশতেহারে নারীর ক্ষমতা, লিঙ্গসমতা ও শিশুকল্যাণ নিশ্চিতের কথা বলা হয়েছে। দলটি পদ্মা সেতু, ঢাকায় মেট্রোরেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন করতে চায় আগামী পাঁচ বছরে। ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করাসহ দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে। খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এবার অঙ্গীকার করেছে আধুনিক কৃষিব্যবস্থা সম্প্রসারণের। যার লক্ষ্য হবে কৃষির যান্ত্রিকীকরণ। ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এবং ৫,০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও অটিস্টিকদের কল্যাণসহ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়েছেে এবারের ইশতেহারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App