×

অর্থনীতি

খাতুনগঞ্জে ছোলার দাম বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

খাতুনগঞ্জে ছোলার দাম বেড়েছে
দেশের বাজারে প্রতি বছর রোজার মাসে ছোলার চাহিদা সবচেয়ে বেশি থাকে। রোজা ও ঈদকে সামনে রেখে পণ্যটির আমদানিও বেশি হয়। চলতি বছর রোজার ঈদের পর থেকে চাহিদা তুলনামূলক কম থাকায় দেশীয় আমদানিকারকরা ছোলা আমদানি কমিয়ে দিয়েছেন। এর জের ধরে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্যটির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। প্রভাব পড়েছে ছোলার দামে। গত এক সপ্তাহে পণ্যটির দাম মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ২৫০ টাকা বেড়েছে। অস্ট্রেলিয়া থেকে দেশের বাজারে সবচেয়ে বেশি ছোলা আমদানি হয়। খাতুনগঞ্জের পাইকারি আড়তগুলোয় অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ভালো মানের ছোলা মণপ্রতি ২ হাজার ৯৩০ টাকা থেকে ২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও পণ্যটি মণপ্রতি ২ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে গত এক সপ্তাহে পাইকারি বাজারে প্রতি মণ ভালো মানের ছোলার দাম বেড়েছে মণে ২৩০ টাকা। অন্যদিকে আমদানি করা কিছুটা নিম্ন মানের ছোলা মণপ্রতি ২ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পণ্যটির দাম ছিল মণপ্রতি ২ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৫৫০ টাকার মধ্যে। অর্থাৎ সপ্তাহান্তে কিছুটা নিম্ন মানের ছোলার দাম বেড়েছে মণে ২৫০ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত রোজায় চাহিদা বেশি থাকার কারণে অস্ট্রেলিয়ার পাশাপাশি মিয়ানমার থেকেও ছোলা আমদানি হয়েছিল। এ কারণে রোজার মাসেও দেশের বাজারে ছোলার দাম খুব একটা বাড়েনি। তবে ঈদের পর থেকে দেশে পণ্যটির চাহিদা একেবারে কমে গেছে। চাহিদা কম থাকায় এ সময় মিয়ানমার থেকে ছোলা আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। অস্ট্রেলিয়া থেকেও পণ্যটির আমদানি কমে গেছে। ফলে পাইকারি বাজারে ছোলার সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। প্রভাব পড়েছে পণ্যটির দামেও। এক সপ্তাহেই ছোলার দাম বেড়েছে মণে ২৫০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App