ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা

আগের সংবাদ

ঠকলেন সোনাক্ষি

পরের সংবাদ

দলের বিপর্যয় কাটাতে ব্যাট হাতে সাকিব-মাহমুদউল্লাহ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮ , ১:২২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৮ , ১:২৮ অপরাহ্ণ

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসনের মুখে পড়েছে বাংলাদেশ। এরই মধ্যে হারিয়ে ফেলেছে টপ অর্ডারের চার ব্যাটসম্যান। তার হলেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহীম।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভা ৩ উইকেটে ৫৮ রান। ব্যাট করছেন সাকিব আল হাসান (২৫) ও মাহমুদউল্লাহ (৬)।

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দ্রুত বিদায়ের পর মাঠে নামেন মুশফিকুর রহীম। সাকিবের সাথে সাবলীল ব্যাটিংই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন মুশফিক (৫)।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শেলডন কটরেলের বলে মিড অনে কার্লোস ব্র্যাথওয়েটের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তামিম। মাত্র ৫ রান করতে পারেন এই ড্যাশিং ওপেনার।

আর ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ওশানে থমাসের বলে সেই ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার লিটন দাস (৬)। দলীয় রান তখন ১৯। এরপর কটরেল নিজের দ্বিতীয় ওভার করতে এসে তৃতীয় বরে তুলে নেন সৌম্যকে (৫)। ফলে দলীয় ৩১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (সাকিব আল হাসান), মাহমু্দউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়