×

তথ্যপ্রযুক্তি

শীঘ্রই আসছে ফোল্ডেবল ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

শীঘ্রই আসছে ফোল্ডেবল ফোন
বিভিন্ন স্মার্টফোন প্রতিষ্ঠান ফোল্ডেবল বা ভাঁজ যুক্ত ফোন নিয়ে কাজ করছে। কিন্তু অখ্যাত এক কোম্পানি রয়োল কর্পোরেশন বিশ্বের প্রথম হিসেবে ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে।গত অক্টোবরেই প্রতিষ্ঠানটি ফ্লেক্সপাই নামের ওই ফোল্ডেবল ফোন বাজারে আনার ঘোষণা দেয়। বেইজিংয়ে অনুষ্ঠিত এক ইভেন্টের মাধ্যমে ঘোষণাটি দেয় প্রতিষ্ঠানটি।উন্মোচনের দুই মাস পরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথমদিকে যেসব ফ্লেক্সপাই ফোল্ডেবল ফোন বাজারে ছাড়া হবে সেগুলোতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দিচ্ছে।এর আগে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেলেও ঠিক কোন প্রসেসর থাকছে তা নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। এবার তা নিশ্চিত করেছে।ভাঁজ খোলা অবস্থায় ফোনটির স্ক্রিন হবে ৭ দশমিক ৮ ইঞ্চি লম্বা। ভাঁজ করলে তিনটি আলাদা স্ক্রিন তৈরি হবে। স্ক্রিন তিনটি দেওয়া হয়েছে সামনে, পেছনে ও মাঝখানে।ফোনটিতে থাকছে অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনের রেজুলেশন হবে ১৯২০*১৪৪০ পিক্সেল। ব্যাটারি থাকছে ৩৮০০ এমএএইচ।ডিভাইসটির পুরুত্ব ৭ দশমিক ৬ এমএম। এতে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App