×

বিনোদন

ঢাকার মঞ্চে ‘অ্যান ইন্সপেক্টর কলস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৭ পিএম

ঢাকার মঞ্চে ‘অ্যান ইন্সপেক্টর কলস’
সাত দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী মঞ্চস্থ হচ্ছে ব্রিটিশ নাট্যকার জে বি প্রিসলির লেখা নাটক ‘অ্যান ইন্সপেক্টর কলস’। প্রশংসিত হয়েছে নানা দেশে। সোভিয়েত ইউনিয়নের মস্কোতে নাটকটির প্রিমিয়ার হয়েছিল ১৯৪৫ সালে। পরের বছর মঞ্চস্থ হয় যুক্তরাজ্যে। গত ৭৩ বছরে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ আরো অনেক দেশে নাটকটি প্রদর্শিত হয়েছে। এবার ঢাকার মঞ্চে শুরু হলো নাটকটির নিয়মিত প্রদর্শনী। ২০১৬ সালের শুরুর দিকে গুলশান ক্লাবে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কিন্তু হলি আর্টিজানের ঘটনার পর নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতির পর নতুন শিল্পীদের নিয়ে এবার নতুনভাবে মঞ্চে এসেছে নাটিকটি। তাই স্বাভাবিক কারণেই এই নাটককে ঘিরে ঢাকার নাট্যমোদী দর্শকের মাঝে কিছুটা আগ্রহ কাজ করবে। এজন্যই সাধারণ দর্শকের পাশাপাশি নাট্যকর্মীদের অনেকেই ভিড় জমিয়েছেন নাটকটি দেখতে। গত ১১ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নাটক সরণীর (বেইলি রোড) মহিলা সমিতির মিলনায়তনে নাটকটির নবরূপে প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর প্রতি সন্ধ্যায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ ১৫ ডিসেম্বর, শনিবার বিকেল ৩টা ও সন্ধ্যায় ৭টায় দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টানা পাঁচ দিনে মোট সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ১৯১২ সালের প্রেক্ষাপটে লেখা ‘অ্যান ইন্সপেক্টর কলস’ এর গল্পটি কারখানার এক তরুণী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খুনের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ সদস্য এক সম্ভ্রান্ত ইংরেজ পরিবারকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে খুনের মামলাটি সমাধানের চেষ্টা করেন। আর তা করতে গিয়ে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর ঘটনা। যাত্রিক প্রোডাকশনসের ব্যানারে নাটকটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। অভিনয় করছেন বায়েজিদ হক জোয়ার্দার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মিতুল মাহমুদ, ইরেশ যাকের, সামিনা লুৎফা, প্রিয়াম সরকার ও ওয়াসি নূর আজম। এ নাটকের মাধ্যমেই মঞ্চে অভিনয় শুরু করলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। বাংলাদেশের নাট্যাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের-সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের বলেন, ‘নাটকটির গল্প দর্শকের মাঝে ভাবনার খোরাক যোগাবে। আমরা চেষ্টা করেছি দর্শকদের ভালো একটি নাটক উপহার দিতে।’ ‘অ্যান ইন্সপেক্টর কলস’ নাটকের নির্দেশক নায়লা আজাদ বলেন, ‘জে বি প্রিসলির এই নাটকটি তৎকালীন সমাজের বৈষম্য ও আর্থিক অবস্থা সম্পর্কে আমাদের পরিষ্কার একটি ধারণা দেয়। তবে ৭০ বছর আগে লেখার পরও আজকের প্রেক্ষাপটে এটি প্রাসঙ্গিক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App