×

খেলা

স্মিথের ভাগ্য নির্ধারণ করবে বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ পিএম

স্মিথের ভাগ্য নির্ধারণ করবে বিসিবি
আসছে ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য স্টিভেন স্মিথকে দলে নিতে চায় সাবেক চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে স্টিভেন স্মিথের দিকে নজর দিয়েছে তারা। অজি তারকা স্টিভেন স্মিথের সঙ্গে কুমিল্লার কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাই টুইটার এবং ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করেছিলেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ খবর প্রকাশ করেছিল। কিন্তু তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের বিপিএল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার বিপিএল ড্রাফটে ৬ কোটি ২২ লাখ টাকা খরচ করেছে কুমিল্লা। তারা ৪ কোটি ২২ লাখ টাকা খরচ করেছে বিদেশি ক্রিকেটার কিনতে। তবে স্টিভেন স্মিথের ব্যাপারে আপত্তি জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। যেহেতু বিপিএলের প্লেয়ার ড্রাফটে তার নাম ছিল না, তাই এবারের বিপিএলে স্মিথের খেলা নিয়ম-নীতির বিরুদ্ধ। রংপুরের আপত্তির মুখে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিপিএল টেকনিক্যাল কমিটি কোনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি জটিল আকার ধারণ করায় বিপিএল টেকনিক্যাল কমিটি বিষয়টি ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। শুরুতে আপত্তি জানিয়েছিল রংপুর রাইডার্স। পরে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। যেহেতু বিষয়টি জটিল, শুরুতে অনুমোদন দেয়ার পরও আবার বিষয়টি আলোচনা করতে হয়েছে। সেটির সমাধান না হওয়ায় আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে বা সেটি না হলে আনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেয়া হবে। কুমিল্লা অবশ্য স্মিথকে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। তবে এ মুহূর্তে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চায় না। স্টিভেন স্মিথের ভাগ্য নির্ভর করছে পুরোপুরি ক্রিকেট বোর্ডের ওপর। তারা যদি সিদ্ধান্ত দেয়, তাহলে কুমিল্লার হয়ে আগামী বিপিএলে খেলতে পারবেন সাবেক অজি অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App