×

জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ পিএম

রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমারের কাচিন ও কারেন প্রদেশের মানবাধিকার পরিস্থিতির ওপরও নজর রেখেছে দেশটি।

আজ বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যামুয়েল ডি ব্রাউনব্যাক সাংবাদিকদের বিশেষ ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে ব্রাউনব্যাক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে রোহিঙ্গা পরিস্থিতিতে শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যালি, আমি নিজে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়েছি। সেখানের পরিস্থিতি দেখেছি।

‘রোহিঙ্গা নিপীড়নের জন্য যুক্তরাষ্ট্র ৫জন মিয়ানমারের সেনাবাহিনীর জেনারেল ও দু’টি সামরিক ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এ ঘটনাকে জাতিগত নিধন হিসেবেও বর্ণনা করেছেন। আমরা রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা আমরা অব্যাহত রাখবো।’

স্যমুয়েল ডি ব্রাউনব্যাক আরো জানান, মিয়ানমারের কাচিন ও কারেন প্রদেশের মানবাধিকার পরিস্থিতির ওপরও নজর রেখেছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App