×

জাতীয়

প্রধান বিচারপতির কার্যালয় থেকে খালেদা জিয়ার আদেশের কপি ফেরত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৩০ পিএম

প্রধান বিচারপতির কার্যালয় থেকে খালেদা জিয়ার আদেশের কপি ফেরত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ সংক্রান্ত হাইকোর্টের দেয়া বিভক্ত আদেশের কপি ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সকালে প্রধান বিচারপতির কার্যালয় থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তা ফেরত পাঠানো হয়। প্রধান বিচারপতির সচিব মুহাম্মদ রেজাউল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইকোর্টের দেয়া বিভক্ত আদেশের সংক্ষিপ্ত কপি দেয়ায় প্রধান বিচারপতির কার্যালয় থেকে তা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্বাচন কমিশনকে (ইসি) খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন। একই সঙ্গে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্নিষ্টদের প্রতি রুল জারি করেন। কনিষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির এই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। বিভক্ত আদেশের বিষয়টি নিষ্পত্তির জন্য গতকাল বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App