×

খেলা

সানজামুলের ৫ উইকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২০ এএম

সানজামুলের ৫ উইকেট
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরে নিজের প্রথম ইনিংসে ৬ বল খেলে শূন্য রানে আউট হন পূর্বাঞ্চলের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। প্রথম দুই রাউন্ডে বিসিএলে দল না পাওয়া আশরাফুলের এমন শুরু মোটেও প্রত্যাশিত ছিল না। তবে বালিংয়ে ১১.৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে মধ্যাঞ্চলের ৪ উইকেট পেয়েছেন তিনি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আশরাফুলের স্পিনের সামনে দ্বিতীয় ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। তাতে ৩২৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পূর্বাঞ্চল তৃতীয় দিন শেষে করেছে ২ উইকেটে ৭১ রানে। জিততে এখনো ২৫৫ রান করতে হবে তাদের। অন্যদিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় গতকাল সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের জুনায়েদ সিদ্দিকী। তার শতকে ৭ উইকেটে ৩৮২ রানে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। এখনো প্রথম ইনিংস শেষ না হওয়ায় দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। বগুড়ায় ২ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। ৫২ রান নিয়ে খেলতে নেমে পিনাক ঘোষ তৃতীয় দিনে মাত্র ১ রান যোগ করেন। ৫৩ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে আশরাফুল তুলে নেন ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট। বল হাতে জ্বলে ওঠা সাবেক এই অধিনায়কের ঘূর্ণিতে আউট হয়েছেন শাহাদত হোসেন (৩৩) ও সালাউদ্দিন শাকিল (২)। আশরাফুলের বোলিং জাদুর আগে অবশ্য হাফসেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুব (৭০), তাইবুর রহমান (৫৯) ও শহীদুল ইসলাম (৫০*)। তাদের ইনিংসগুলোর ওপর ভর করে মধ্যাঞ্চল ৩৯৩ রানে অলআউট হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App