×

পুরনো খবর

শেষ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:০২ এএম

শেষ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের প্রেক্ষিতে শনিবার (০৮ ডিসেম্বর) শেষ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবনের ১১তলার এজলাসে শুনানি করছেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, সকাল ১০টা থেকে আপিল আবেদন দাখিলের ক্রমানুসারে শুনানি চলবে। মোট ২৩৩ প্রার্থীর আপিল আবেদনের শুনানি হবে। এদের মধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আপিল আবেদনও রয়েছে। গত ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন ইসিতে। এর মধ্যে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার প্রথম দিনের শুনানিতে ৮০ জন প্রার্থিতা পেয়েছিলেন। এর মধ্যে বিএনপির ছিল ৩৮ জন। আবেদন নামঞ্জুর হয়েছিল ৭৬টি। সেদিনের শুনানিতে নিষ্পত্তি হয়নি ৪টি আপিল আবেদন। ৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০৬৫টি মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র ৪৯৮টি। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App