×

খেলা

আজ চীন যাচ্ছেন সাঁতারুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ এএম

আজ চীন যাচ্ছেন সাঁতারুরা
চীনের হাংজোতে আজ থেকে শুরু ১৪তম ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক সাঁতার সংস্থা ফিনার ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ দল রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ প্রতিনিধিদল চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে যাত্রা করবে। এবার বাংলাদেশ দলে ৪ জন সাঁতারু এবং ২ জন কর্মকর্তা রয়েছেন। সাঁতারুদের মধ্যে মোহাম্মদ মাহফিজুর রহমান ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইল, মাহমুদুন্নবী নাহিদ ৫০ ও ১০০ মিটার বাটার ফ্লাই, সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি-স্টাইল ও বাটার ফ্লাই এবং নাঈমা আক্তার ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে অংশগ্রহণ করবেন। ১১ ডিসেম্বর নাঈমা আক্তারের ১০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হবে এবং ১৫ ডিসেম্বর মোহাম্মদ মাহফিজুর রহমানের ১০০ মিটার ফ্রি-স্টাইল ও সোনিয়া আক্তারের ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে অংশ নেয়ার মাধ্যমে শেষ হবে। নাহিদের ইভেন্ট ১২ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গেমস শেষে আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App