×

পুরনো খবর

নৌকার টিকেট চূড়ান্ত ,শরিকদের ৫৫ আসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ পিএম

নৌকার টিকেট চূড়ান্ত ,শরিকদের ৫৫ আসন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চ‚ড়ান্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গতকাল থেকেই দল মনোনীত প্রার্থীদের মধ্যে চ‚ড়ান্ত চিঠি বিতরণ শুরু হয়েছে। আজ শুক্রবার ৩০০ নির্বাচনী আসনের প্রার্থীদের হাতে কাক্সিক্ষত এ চিঠি পৌঁছে যাবে। জোট নেতারা জানিয়েছেন, ২৪৫ আসনে দলীয় প্রার্থী দিচ্ছে আওয়ামী লীগ। আর শরিকদের জন্য ছেড়ে দেয়া হয়েছে ৫৫ আসন। এরমধ্যে জাতীয় পার্টিকে ২৯, ওয়ার্কার্স পার্টি ৫, জাসদ ৩, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১ এবং বাকি ১৪টি আসন অন্যান্য শরিকদের দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা জানান, মনোনয়ন নিয়ে শরিকদের সঙ্গে বোঝাপড়া হয়েছে। এ নিয়ে জোটের মধ্যে কোনো টানাপড়েন নেই। মহাজোট প্রার্থীদের চ‚ড়ান্ত মনোনয়নের কথা স্বীকার করে আজ ৩০০ নির্বাচনী আসনের প্রার্থীদের হাতে চিঠি পেঁৗঁছে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার তিনি জানান, দল মহাজোটের প্রার্থীদের হাতে চ‚ড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মহাজোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো সংকট নেই বলেও জানান তিনি। আসন ভাগাভাগি নিয়ে জোটে কোনো সঙ্কট নেই বলেও জানিয়েছেন জোট নেতারা। এ ব্যাপারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ভোরের কাগজকে বলেন, জোটের শরিক হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পেয়েছেন ৫টি আসন। আসনগুলো হচ্ছে- ঢাকা-৮, রাজশাহী-২, ঠাকুরগাঁও-৩, বরিশাল-৩ এবং সাতক্ষীরা-১। চ‚ড়ান্ত চিঠি আজ (শুক্রবার) দেয়া হবে। মেনন বলেন, শেখ হাসিনা যোগ্য ও দক্ষ প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। জোটের আরেক শরিক বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পেয়েছে ৩টি আসন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ভোরের কাগজকে বলেন, মনোনয়ন চ‚ড়ান্ত হয়েছে। খোলা প্রতীক মশাল হলেও নির্বাচন করতে হবে নৌকা প্রতীকে। জাসদের ৩ আসন হচ্ছে- কুষ্টিয়া-২, ফেনী-১ এবং বগুড়া-৪। তিনজনই চ‚ড়ান্ত চিঠি পাবেন আজ। আসন নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ইনু বলেন, জোট নেত্রী শেখ হাসিনার ওপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি তৃণমূল এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ভোটারদের মন জয় করে বিজয় ছিনিয়ে আনা। তবে জোটের অনেক নেতাই জানিয়েছেন, আসন ভাগাভাগি নিয়ে সবচেয়ে বেশি দরকষাকষি করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের দেয়া ২৯ আসনের বিপরীতে তারা চেয়েছে ৪৬ আসন। আর কাক্সিক্ষত আসন না পাওয়ায় ‘অসুস্থ’তার নাটক করছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। অবশ্য এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চায়। জাতীয় পার্টি চায় সাধারণ মানুষ যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই জাতীয় পার্টি বিশ্বাস করে না। জাতীয় পার্টি ১৪ দলের সঙ্গে অংশ নিয়ে মহাজোটের মাধ্যমে নির্বাচন করবে। এদিকে মনোনয়ন চ‚ড়ান্ত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একাধিক আওয়ামী নেতা ভোরের কাগজকে জানিয়েছেন, এবারের প্রার্থীদের মধ্যে তরুণ মুখ প্রায় ৫০ জন। ব্যবসায়ী রয়েছেন প্রায় ১৬ জন। এবারের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে দেশি-বিদেশি জরিপকে প্রাধান্য দেয়া হয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ভোরের কাগজকে বলেন, চ‚ড়ান্ত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। মনোনীত প্রার্থিতা দলীয় কার্যালয় থেকে যে যার চিঠি নিয়ে যাচ্ছেন। এজন্য আলাদা কোনো ঘোষণা দেয়া হবে না। তিনি বলেন, মনোনয়ন নিয়ে কিছু কিছু জায়গায় ক্ষোভ-বিক্ষোভ হতে পারে। তবে দলের স্বার্থে বিষয়টি নেতাকর্মীরা মেনে নেবেন। কারণ এবার জয়ের কোনো বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App