×

খেলা

৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮ পিএম

৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ
পাকিস্তানের ইয়াসির শাহ ৮২ বছরের রেকর্ড ভেঙে দিলেন। লেগ স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে ছুঁয়ে ফেলেছেন ২০০ উইকেটের মাইলফলক। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৩ টেস্টে ২০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখান ইয়াসির। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ইয়াসির শাহর প্রয়োজন ছিল ৫ উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ৮২ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে চলে যান। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে গতকাল বুধবার তিনি ১টি উইকেট শিকার করে ১৯৯ করে ফেলেন। আর আজ বৃহস্পতিবার চতুর্থ দিনে নিজের দ্বিতীয় উইকেট শিকার করে ৩৩ টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। তার ২০০তম শিকার রস টেলর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন । দ্বিতীয় টেস্টে তিনি দুই ইনিংসে রেকর্ড ১৪ উইকেট নিয়েছিলেন। তৃতীয় টেস্টে ইতি মধ্যে তিনি ৫ উইকেট শিকার করে ফেলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App