×

জাতীয়

সোনাগাজী মুক্ত দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮ পিএম

সোনাগাজী মুক্ত দিবস পালিত
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের উদ্যোগে ৪৮তম সোনাগাজী মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে সোনাগাজী বঙ্গবন্ধু পরিষদে অনুৃষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি  সৈয়দ মনির অাহমদ'র সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধালীগের প্রতিষ্ঠাতা সভাপতি  মুক্তিযোদ্ধা অাবদুল মজিদ ভুলু মিয়া, সদর ইউপি চেয়ারম্যান  শামসুল আরেফিন, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা কেএম খুরশিদ অালম, ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আবদুল মতিন, ফারুক আহমেদ, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, আইয়ুব খান, উপজেলা আ'লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, শিক্ষা সম্পাদক সারোয়ার হোসেন, পৌর আ'লীগের সাধারন সম্পাদক নুরুল আফছার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সচিব আবদুল হালিম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির-উদ্দিন রিপন । বিএমএসএফ সোনাগাজী শাখার সভাপতি ডাঃ গাজী মো. হানিফের সঞ্চালনায় আরও বক্তব্য প্রেসক্লাব সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ বাহার উল্যাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড'র সংগঠক ও ব্যাবসায়ী আকবর হোসেন রিগ্যান, নুরুল করিম সাইফুল, সিএইচসিপি এসোসিয়েন'র সাংগঠনিক সম্পাদক- পলাশ দাস, সমৃদ্ধ সোনাগাজী ফোরাম সভাপতি ইব্রাহিম শাকিল, লেখক ও মানবাধিকার কর্মী নুরুল অাফছার সোহাগ,  কবি মহি উদ্দিন খোকন প্রমুখ। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে ৫ ডিসেম্বর সোনাগাজী থানা ও ৬ ডিসেম্বর ফেনী মহকুমা হানাদার মুক্ত হয়েছে। প্রতিবছর সরকারি ভাবে দিবসটি পালন করা উচিত। অালোচনা সভা শেষে, মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরনে এক মিনিট দাড়ীয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সোনাগাজী প্রেসক্লাব, উপজেলা সাহিত্য ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App