×

জাতীয়

বাউফলে উচ্ছেদ অভিযান : কোটি টাকার জমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ পিএম

বাউফলে উচ্ছেদ অভিযান : কোটি টাকার জমি উদ্ধার
বাউফলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত প্রায় কোটি টাকার জমি উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার বেলা ১০ টার দিকে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে। স্থানীয়রা জানান, এলাকার প্রভাশালী টিটু হাওলাদার নামের এক ব্যাক্তি বাউফল পৌর শহরের মূল কেন্দ্র এবং উপজেলা ভূমি অফিস সংলগ্ন ১ নং খাস খতিয়ানের প্রায় ৪৫ শতাংশ জমি বেদখল করে রাতারাতি বাউন্ডারী দিয়ে সেমি পাকা ভবন নির্মাণ করেন। বৃহষ্পতিবার সকালে এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বেলা ১০ টার দিকে ভূমি অফিসের লোকজন ও পুলিশসহ উচ্ছেদ অভিযান শুরু করেন এবং প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, বাউফল পৌর শহরের কেন্দ্রস্থলে ১ নং খাস খতিয়ানভূক্ত প্রায় ৪৫ শতাংশ সরকারি জমি রাতের আঁধারে দখল করে বাউন্ডারি দিয়ে সেমি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। দখলদারদের উচ্ছেদ করে প্রায় কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App