×

জাতীয়

গুজব রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ পিএম

গুজব রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে। এটি রাষ্ট্রের জন্য হুমকি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে গুজববিরোধী জনসচেতনতামূলক বিজ্ঞাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি দিয়াশলাই কাঠি যেমন মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিকাণ্ড ঘটাতে পারে, তেমনই একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্কুলের ছেলেমেয়েরা একটা সঠিক কারণেই রাস্তায় নেমেছিল। কিন্তু সেখানে একটি চক্র গুজব রটিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করেছিল। গুজব আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। যারাই গুজব ছড়িয়ে দিচ্ছে ও চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।’

গুজব ইন্টারনেটের কুফল, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পথে আমরা অনেক দূর চলে গেছি। শহর থেকে প্রত্যন্ত গ্রামের সবাই ইন্টারনেট ব্যবহার করছে। সুফলের পাশাপাশি এর অপব্যবহারও হচ্ছে। এ কারণে সরকার নতুন আইনও করেছে।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামলা উদ্দিন ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App