×

তথ্যপ্রযুক্তি

গুগলের ম্যাসেজিং অ‍্যাপ অ্যালো বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

অফিশিয়ালি বন্ধ ঘোষণা করা হয়েছে গুগলের ম্যাসেজিং অ‍্যাপ অ্যালো। আগামী মার্চ পর্যন্ত ব্যবহারকারীরা নিজেদের চ্যাট হিস্ট্রি সংরক্ষণে রাখার সময় পাবেন। এরপরেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে অ্যাপটি। সেবাটি বন্ধ করার পাশাপাশি গুগল যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ কোম্পানি ভ্যারিজনের সঙ্গে মিলে অ্যান্ড্রয়েড ম্যাসেজেসে নতুন রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) সেবা চালু করেছে। বৃহস্পতিবার থেকে ফিচারটি শুধু পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল ফোনের মালিকরা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েডের ম্যাসেজিং সেবার বিভিন্ন মাধ্যমকে একত্রে নিয়ে আসতেই নতুন সেবাটি চালু করতে যাচ্ছে গুগল।আরসিএস চ্যাট আদৌ কোনো অ্যাপ বা রিডিজাইন করা কোনো ম্যাসেজিং অ্যাপ নয়। এটি হচ্ছে ক্যারিয়ারভিত্তিক সেবা যা ‘ইউনিভার্সাল প্রোফাইল ফর রিচ কমিউনিকেশন সার্ভিস’ এর ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। নতুন প্রযুক্তিটিকে এসএমএসের আধুনিকায়ন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। কারণ ফরম্যাটটি ফুল রেজুলেশনের ফটো, ভিডিও, টেক্সট, বড় আকারের ফাইল ও গ্রুপ চ্যাট সমর্থন করবে।অ্যালো বন্ধ হওয়ার খবরটি মোটেও অপ্রত্যাশিত কিছু নয়। ২০১৬ সালে অ‍্যাপটি উন্মোচন করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App