×

আন্তর্জাতিক

সুইডেনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ পিএম

সুইডেনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় অংশ নিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল রাজধানী সানা থেকে সুইডেন গেছে। হুতি প্রতিনিধিদের এসকর্ট দিয়ে নিয়ে যান জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত মার্টিন গ্রিফিত। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সমর্থকদের সঙ্গে সুইডেনে আলোচনা করবেন হুতি নেতারা।

হুতি নেতারা কুয়েতের একটি বিমানে করে গত মঙ্গলবার সুইডেনের পথে রওয়ানা দেন। এর আগের দিন চিকিৎসার জন্য বিমানে করে ইয়েমেন থেকে অন্তত ৫০ জন হুতি যোদ্ধাকে ওমানে চিকিৎসার জন্য পাঠানোর দাবি মেনে নেয় সৌদি আরব।

জাতিসংঘের একজন কর্মকর্তা জানায়, সুইডেনে রওয়ানা দেয়ার বিষয়ে হুতি নেতারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সৌদি আরব কুয়েতের বিমানটিকে আটক করতে পারে। এরপর জাতিসংঘ দূত নিজেই হুতি নেতাদের সঙ্গে বিমানে করে রওয়ানা দেন।

এদিকে, হুতি বিদ্রোহীদের মুখপাত্র ও প্রধান আলোচক মুহাম্মাদ আব্দুস সালাম তার টুইটারে লিখেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠা ও সৌদি আগ্রাসনের অবসান ঘটানোর জন্য আমরা সব রকমের প্রচেষ্টা চালাব।

বুধবার থেকে হাদিপন্থীদের সঙ্গে হুতি নেতাদের প্রাথমিক আলোচনা শুরু হওয়ার কথা। তবে মূল আলোচনা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App