×

তথ্যপ্রযুক্তি

কোয়ালকম উন্মোচন করল ফাইভজি চিপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৯ পিএম

কোয়ালকম উন্মোচন করল ফাইভজি চিপ
কোয়ালকম মঙ্গলবার স্মার্টফোনের জন্য একটি ফাইভজি চিপ উন্মোচন করেছে।নতুন বছরের শুরু দিকে ওই প্রসেসর দিয়ে তৈরি স্মার্টফোন যুক্তরাষ্ট্রের বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।স্ন্যাপড্রাগন ৮৫৫ মডেলের চিপটি একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করে কোয়ালকম। প্রতিষ্ঠানটি বলছে, এই চিপ দিয়ে তৈরি স্মার্টফোনে ওয়্যারলেস ডেটা ব্যবহারের গতি হবে বর্তমানের ফোরজি নেটওয়ার্কের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি হবে। মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো ফাইভজিতে অনেক পরিমাণে বিনিয়োগ করছে। তারা ফাইভজি নেটওয়ার্কে ডেটা বিক্রি করেই সেই খরচ তুলে আনতে চায়।মোবাইল ফোনের সবচেয়ে বড় প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম বলছে, স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটটি স্যামসাংয়ের স্মার্টফোনে ব্যবহার করা হবে। গত সোমবার ভেরাইজন ইনকর্পোরেট এবং স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের প্রথমার্ধে এমন ফোন উন্মোচন করবে।এই মডেমে একই সঙ্গে ‘কম্পিউটার ভিশন’ থাকবে যা ফোনটিকে কোন অবজেক্ট এবং ফেইস এবং স্বচ্ছ গ্লাস স্ক্রিনেও ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App