×

ফুটবল

নারী ফুটবলারদের পাশে ইউনিসেফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ পিএম

নারী ফুটবলারদের পাশে ইউনিসেফ
বর্তমানে ফুটবল খেলায় মেয়েরা ভালো পারফরমেন্স করে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়া ও এশিয়া অঞ্চলে সাফল্য অর্জনকারী বাংলাদেশের মেয়েদের পাশে দাঁড়িয়েছে ইউনিসেফ। ফুটবলের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন জোরদার করতে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার উপস্থিত ছিলেন। মেয়েদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করতে দুবছর মেয়াদি এই চুক্তি করা হয়েছে। এই চুক্তির আওতায় অনূর্ধ্ব-১৬ জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ও অনুশীলন জার্সিতে ইউনিসেফের লোগো বসানো হবে। এ ছাড়াও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উন্নয়নে অংশীদার হিসেবে তাদের নিয়োগ দিয়েছে বাফুফে। ইউনিসেফ বার্ষিক ভিত্তিতে দেশের ৬৪ জেলায় জাতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে, ফুটবল খেলায় মেয়েদের আরো উৎসাহী করতে বাফুফের সঙ্গে কাজ করবে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছেন, আমরা আনন্দিত এবং গর্ববোধ করছি। কারণ, ইউনিসেফের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে চুক্তি করেছে। এখানে টাকা-পয়সার প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ মর্যাদার। আমি ইউনিসেফকে ধন্যবাদ জানাই এ সিদ্ধান্ত নেয়ার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App